Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ২১:১৬, ১৯ জুন ২০২৪

ইংল্যান্ড বনাম ওয়েস্ট উইন্ডিজ লাইভ স্কোর

আজকের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ৮ এর অন্যতম একটি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ম্যাচে পারফরম্যান্স করবে ইংল্যান্ড বনাম ওয়েস্ট উইন্ডিজ লাইভ। যারা আজকের এই খেলা দেখতে আগ্রহী তারা অবশ্যই নিচে থেকে সম্পূর্ণ খেলা দেখে নেবেন সরাসরি।

ইংল্যান্ডের খেলোয়াড়দের তালিকা 

ইংল্যান্ডের এই দলের রয়েছে শক্তিশালী সকলের পারফরম্যান্সের খেলোয়ারেরা। যার কারণে তারা এভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ৮ এ পৌঁছাতে পেরেছে। চলুন নিচে থেকে তাহলে এই সকল খেলোয়ারদের তালিকা এবং অন্যান্য বিষয়গুলো দেখে নেই।

বেন ডাকেট
বাম হাতি ব্যাটসম্যান

হ্যারি ব্রুক
ডান হাতি ব্যাটসম্যান

জনি বেয়ারস্টো
ডান হাতি ব্যাটসম্যান

লিয়াম লিভিংস্টোন
ডান হাতি ব্যাটসম্যান • লেগ স্পিন ডান হাতি বোলার

জফ্রা আর্চার
ফাস্ট ডান হাতি বোলার

মঈন আলী
বাম হাতি ব্যাটসম্যান • অফ স্পিন ডান হাতি বোলার

রিস টপলি
ফাস্ট মিডিয়াম বাম হাতি বোলার

স্যাম কারেন
বাম হাতি ব্যাটসম্যান • মিডিয়াম ফাস্ট বাম হাতি বোলার

উইল জ্যাকস
ডান হাতি ব্যাটসম্যান • অফ স্পিন ডান হাতি বোলার

জস বাটলার
ডান হাতি ব্যাটসম্যান

ফিল সল্ট
ডান হাতি ব্যাটসম্যান

আদিল রশিদ
লেগ স্পিন ডান হাতি বোলার

ক্রিস জর্দান
ফাস্ট মিডিয়াম ডান হাতি বোলার

মার্ক উড
ফাস্ট ডান হাতি বোলার

টম হার্টলি
অফ স্পিন বাম হাতি বোলার

ইংল্যান্ড বনাম ওয়েস্ট উইন্ডিজ লাইভ স্কোর

গত মাসের শেষের দিকে শুরু হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪। এরপর প্রতিটি ম্যাচের লাইভ সরাসরি দেখানো হয়েছে আমাদের এ পত্রিকায়। আপনারা আজকের এই খেলাটি সরাসরি সম্প্রচার দেখতে চাচ্ছেন তারা এখান থেকে দেখতে পারবেন। এছাড়াও আপনারা দেখতে পারবেন ইন্টারন্যাশনাল স্পোর্টস চ্যানেলগুলোতে সরাসরি। যাইহোক আজকে আমরা এই super ৮ খেলার পরিসংখ্যান সম্পর্কে জানব।

এবার এই খেলার পরিসংখ্যানটি বেশ জটিল নয় অনেক বেশি রহস্যময়। কারণ বিগত ম্যাচ যতগুলো টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে একে অপরের বিপক্ষে। তার মধ্যে বেশি জয়লাভ করতে পেরেছে ইংল্যান্ড। কিন্তু সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজ দুর্দান্ত পারফরম্যান্স করছে। এমনকি ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহকারী তারা। পূর্বের তুলনায় এবার তারা আরো বেশি ভালো পারফরম্যান্স করছে। সেই সমীকরণ হিসাব করলে অনেক বেশি এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম। আর আজকের এই ম্যাচে কে জিতবে আর কে হারবে সেটি দেখতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আর প্রতিবেদন পরে দেখে নিন আপডেট সকল খবরগুলো।

ওয়েস্ট উইন্ডিজ খেলোয়াড়দের তালিকা

এবারের এই দলটিতে রয়েছে অনেক শক্তিশালী খেলোয়াড়েরা। ব্যাপক হারে ব্যাটিং এবং বোলিং করে যাচ্ছে। আর আজকের এই খেলায় যারা যারা পারফরম্যান্স করবে তাদের তালিকা দেখতে হলে শেষ পর্যন্ত প্রতিবেদন করুন এবং দেখে নিন। 

ব্র্যান্ডন কিং
ডান হাতি ব্যাটসম্যান

জনসন চার্লস
ডান হাতি ব্যাটসম্যান

শেরফান রাদারফোর্ড
বাম হাতি ব্যাটসম্যান • ফাস্ট মিডিয়াম ডান হাতি বোলার

সিমরন হেটমায়ের
বাম হাতি ব্যাটসম্যান

আন্দ্রে রাসেল
ডান হাতি ব্যাটসম্যান • ফাস্ট ডান হাতি বোলার

ফ্যাবিয়ান অ্যালেন
ডান হাতি ব্যাটসম্যান • অফ স্পিন বাম হাতি বোলার

শামার জোসেফ
ফাস্ট ডান হাতি বোলার

কাইল মেয়ার্স
বাম হাতি ব্যাটসম্যান • মিডিয়াম পেস ডান হাতি বোলার

রোমারিও শেফার্ড
ডান হাতি ব্যাটসম্যান • মিডিয়াম ফাস্ট ডান হাতি বোলার

হেইডেন ওয়ালশ জুনিয়র
লেগ স্পিন ডান হাতি বোলার

রোস্টান চেস
ডান হাতি ব্যাটসম্যান • অফ স্পিন ডান হাতি বোলার

রোভম্যান পাওয়েল
ডান হাতি ব্যাটসম্যান • মিডিয়াম ফাস্ট ডান হাতি বোলার

আন্দ্রে ফ্লেচার
ডান হাতি ব্যাটসম্যান

নিকোলাস পুরান
বাম হাতি ব্যাটসম্যান

শাই হোপ
ডান হাতি ব্যাটসম্যান

আকিয়াল হোসেন
অফ স্পিন বাম হাতি বোলার

আলজারি জোসেফ
ফাস্ট ডান হাতি বোলার

গুডাকেশ মোতি
অফ স্পিন বাম হাতি বোলার

ম্যাথিউ ফর্ডে
মিডিয়াম ফাস্ট ডান হাতি বোলার

ওবেদ ম্যাকে
মিডিয়াম ফাস্ট বাম হাতি বোলার

আপনারা দেখলেন ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ লাইভ স্কোর। এরকম আরো অন্যান্য খেলার লাইফ পারফরম্যান্স এবং বিগত ম্যাচের স্কোর গুলো দেখার জন্য আমাদের খেলার খবর দেখুন। ক্রিকেটসহ যাবতীয় খেলার স্কোর এখানে আপডেট দেওয়া হয়ে থাকে লাইভ।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়