Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৭, ২৬ জুন ২০২৪

চিলিকে হারিয়ে সবার আগে কোপার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। ছবি- সংগৃহীত

আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। ছবি- সংগৃহীত

কোপা আমেরিকায় এবারের আসরের প্রথম ম্যাচেই ২-০ গোলে কানাডাকে হারিয়ে দারুণ শুরু করেছিল লিওনেল স্কালোনির শিষ্যরা। আসরের দ্বিতীয় ম্যাচে আজ বুধবার মেসিদের প্রতিপক্ষ ছিল চিলি। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আজ চিলিকে হারিয়ে সবার আগে কোপার কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ১-০ গোলের এই জয়ের এই ম্যাচে একমাত্র গোলটি করেছেন আগের ম্যাচের গোল স্কোরার লাউতারো মার্টিনেজ। 

বাংলাদেশ সময় বুধবার (২৬ জুন) সকাল ৭টায় শুরু হয় আর্জেন্টিনা বনাম চিলির খেলা। যুক্তরাষ্ট্রের ইস্ট রাথারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়। 

খেলার শুরু থেকেই আজ ডিফেন্সিভ খেলা খেলছিল চিলি। বারবার বল নিয়ে গোলপোস্টে গেলেও শেষমেশ চিলির শক্তিশালী বাধার কারণে গোলের দেখা পাচ্ছিলেন না মেসি-আলভারেজ-গঞ্জালোরা। একের পর এক আক্রমণ ঠেকিয়ে দিচ্ছিলেন চিলির ডিফেন্সের খেলোয়াড়রা। তবে ম্যাচের ৮৮ মিনিটে বদলি হিসবে নামা লাউতারো মার্টিনেজ গোল করলে লিড পায় বাংলাদেশ। মেসির নেওয়া কর্ণার কিক থেকে পায়ে আসা বল গোলপোস্টে কিক করতে একটুও ভুল করেননি মার্টিনেজ। 

আজকের আর্জেন্টিনা বনাম চিলির খেলায় সারা খেলা জুড়েই ছিল আর্জেন্টিনার আধিপত্য। মাঝেমাঝে যদিও চিলি আতঙ্ক ধরার মতো কিছু কিক করেছে আর্জেন্টিনার গোলপোস্টে। তবে, অভিজ্ঞ এমিলিয়ানো মার্টিনেজ (দিবু) দারুণ নৈপুণ্যে সেসব ঠেকিয়ে দিয়েছেন। 

খেলায় আজ ৬২ শতাংশ সময়ই বল আর্জেন্টিনার পায়ে ছিল। বিপরীতে মাত্র ৩৮ ভাগ সময় নিজেদের পায়ে বল রাখতে পেরেছে চিলি। এরমধ্যে পুরো খেলার আর্জেন্টিনা চিলির গোলপোস্টে শট নিয়েছে ২২টি। আর চিলি নিয়েছে মাত্র ৩টি। যদিও বাইশটি শট নিলেও ৮৮ মিনিটের আগে খেলায় গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। 

এদিকে, নিজেদের দ্বিতীয় ম্যাচে চিলিকে হারানোয় টেবিলে ৬ পয়েন্ট নিয়ে এখন সবার শীর্ষে আছে আর্জেন্টিনা। আজকের ম্যাচ জয়ের ফলে, নিশ্চিত হয়েছে সালসেওদের কোয়ার্টার ফাইনাল খেলাও। দুই ম্যাচ হাতে রেখেই আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো। এ গ্রুপে এখন আর্জেন্টিনার পরে এক ম্যাচ জেতা কানাডা আছে দুই নম্বরে। 

আগামী ৩০ জুন যুক্তরাষ্ট্রের হার্ডরক স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়