Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:২৯, ৭ জুলাই ২০২৪

ব্রাজিলের হৃদয় ভেঙে সেমি ফাইনালে উরুগুয়ে 

পেনাল্টি শোটাউটে শট নিচ্ছেন রাফিনহা। ছবি- সংগৃহীত

পেনাল্টি শোটাউটে শট নিচ্ছেন রাফিনহা। ছবি- সংগৃহীত

কোপা আমেরিকায় এবারের আসরে নড়বড়ে দল হয়েই এসেছিল ব্রাজিল। নেইমারহীন ব্রাজিল শুরু থেকেই ছিল অনুজ্জ্বল। তবু, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, রাফিনহা বা এন্ড্রিকদের চোখে চোখ রেখে কোপা জেতার স্বপ্ন দেখেছিলেন ব্রাজিল ভক্তরা। সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে আজ। ব্রাজিলের হৃদয় ভেঙে সেমি ফাইনালে ওঠে গেছে উরুগুয়ে। কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে নান্দনিক ফুটবল খেলা দেশ ব্রাজিলকে। 

আক্রমণ পাল্টা আক্রমণ, রোনাল্ড আরাওহোর সঙ্গে রাফিনহার বাকবিতণ্ডা, সেখানে আবার সতীর্থদের জড়িয়ে পড়া; অনেক কিছুই ছিল ব্রাজিল-উরুগুয়ের কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধে। গোলটাই শুধু অনুপস্থিত।

ডারউইন নুনেজ আর রদ্রিগোদের কয়েকটি সুযোগ নষ্টে বাড়তে থাকে ম্যাচের বয়স। অবশ্য মিনিট দশেকের মাথায় নুনেজ যে বার ব্যর্থ হন, সেটাকে সুযোগ নষ্ট বলা যায় কই! ভেসে আসা বলটার গতি এত বেশি ছিল যে, ঠিকঠাক মাথা লাগাতে পারেননি তিনি। অ্যালিসন বেকার হয়তো তখন হাফছেড়ে বাঁচেন।

২৮ মিনিটে বোধহয় ম্যাচের সবচেয়ে বড় সুযোগটা তৈরি করেছিল ব্রাজিল। ডি বক্সের ভেতর এন্দরিক বল বাড়িয়ে দিয়েছিলেন রাফিনহাকে। কিন্তু বার্সা ফরোয়ার্ড বলের কাছে যাওয়ার আগেই বিপদমুক্ত হয় উরুগুয়ে। মিনিট কয়েক পর নুনেজের হেড যায় ব্রাজিলের পোস্টের কয়েক হাত ওপর দিয়ে। পরক্ষণেই কাউন্টার অ্যাটাকে গিয়ে দারুণ সম্ভাবনা সত্ত্বেও গোল করতে ব্যর্থ হয় ব্রাজিল।

প্রথমার্ধের শেষদিকে ব্রাজিল ও উরুগুয়ে আরও কয়েক বার গোল পেয়েও পায়নি! দুদলের হাতে আর ৪৫ মিনিটের কিছুটা বেশি সময়। এরপরও গোল না হলে টাইব্রেকারে নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের ভাগ্য।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়