Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

Eye News Desk

প্রকাশিত: ০১:২৩, ১১ এপ্রিল ২০২৩

লন্ডনে তারেকের সাক্ষাৎ পেলেন মেয়র আরিফ

যুক্তরাজ্য সফররত সি‌লেট সি‌টি ক‌রপোরেশ‌নের মেয়র আরিফুল হক চৌধুরী বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা‌রেক রহমা‌নের সঙ্গে সাক্ষাৎ ক‌রে‌ছেন।

সোমবার (১০ এপ্রিল) লন্ড‌নের কিংস্টন এলাকার এক‌টি ভেন‌্যুতে তাদের এই সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয় ব‌লে যুক্তরাজ‌্য বিএন‌পির এক‌টি দা‌য়িত্বশীল সূত্র নি‌শ্চিত করে‌ছে।

উল্লেখ্য, সারা ‌দে‌শের অন‌্যান‌্য সি‌টি করপোরেশ‌নের মতো সি‌লেট সি‌টির আসন্ন নির্বাচ‌নেও বিএন‌পি অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল র‌য়ে‌ছে। অন‌্যদিকে আরিফুল হক শেষ মুহু‌র্তে নাগ‌রিক সমা‌জের ব‌্যানা‌রে সি‌লেট সি‌টি নির্বাচ‌নে প্রার্থী হ‌তে পা‌রেন ব‌লে সি‌লেটে জোর গুঞ্জন র‌য়ে‌ছে।

আই নিউজ/এইউ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ