Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৩ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৪, ১৬ এপ্রিল ২০২৩
আপডেট: ১৯:৪৫, ১৬ এপ্রিল ২০২৩

তারেক রহমানের ‘সিগন্যাল’ নিয়ে সিলেট ফিরে যা বললেন আরিফ 

সিলেটে পৌঁছে দলীয় নেতাদের সঙ্গে সংবাদ সম্মেলনে মেয়র আরিফুল হক চৌধুরী। ছবি- সংগৃহীত

সিলেটে পৌঁছে দলীয় নেতাদের সঙ্গে সংবাদ সম্মেলনে মেয়র আরিফুল হক চৌধুরী। ছবি- সংগৃহীত

সিলেটের রাজনীতিতে আলোচিত যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। আজ রোববার (১৬ এপ্রিল) দুপুর আড়াইটায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

দুপুরে সিলেট ফিরে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপি সিলেট সিটি নির্বাচনে বিএনপি যাবে না বলে জানান তিনি। একইসঙ্গে মানুষরে আশা আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করার কথাও জানান আরিফ।

আরিফুল হক চৌধুরী বলেন, বিএনপি বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনে যাবে না। তবে এই নগরের জনগণের আশা আকাঙ্ক্ষার বিষয়ে আমি অবহিত আছি। তাদের এই আশার মূল্যায়ন আমি করবো।

মেয়র বলেন, যুক্তরাজ্যে আমাদের নেতা তারেক রহমানের সাথে আমার আলাপ হয়েছে। তিনি আমাকে একটি সিগন্যাল দিয়েছেন। তিনি কী সিগন্যাল দিয়েছেন তা অচিরেই আমি খোলাসা করবো। এছাড়া নির্বাচন নিয়ে আমার অবস্থানও দ্রুত স্পষ্ট করবো।

সিলেট ফেরার আগে লন্ডন থেকে রোববার সকালে সরাসরি ঢাকায় আসেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। সেখানে তিনি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাত করেন। এরপর বিমানযোগে সিলেট আসেন। দুপুরে বিমানবন্দরে তাকে দলের নেতাকর্মীরা সংবর্ধনা প্রদান করেন।

সিটি নির্বাচনের প্রার্থী হচ্ছেন কী না এ নিয়ে আলোচনার মধ্যে তফসিল ঘোষণার আগের দিন হঠাৎ লন্ডন সফরে যান আরিফুল হক চৌধুরী। সেখানে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সাথে সাক্ষাত করেন।

২১ জুন অনুষ্ঠিতব্য সিটি নির্বাচনে আরিফ প্রার্থী হবেন কী না এ নিয়ে সিলেটে গুঞ্জন রয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ