Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

সিলেট

প্রকাশিত: ১২:৫৯, ১৯ এপ্রিল ২০২৩

সিলেটে গরমে অতিষ্ট হয়ে প্রকৌশলীকে ‘হুমকি’

গত কয়েকদিন ধরেই সিলেট সহ সিলেটের অন্যান্য জেলাগুলোতে চরম দাবদাহ বয়ে যাচ্ছে। গেল সোমবার (১৭ এপ্রিল) সিলেট নগরীতে হালকা বৃষ্টির দেখা মিললেও কমেনি গরমের ভ্যাপসা ভাব। ফলে অতিষ্ট হয়ে পড়েছে জনজীবন। এর মাঝে বারবার লোডশেডিং এর কারণে ক্ষোভ বিরাজ করছে মানুষের মনে। 

সিলেটে ২৪ ঘন্টার মধ্যে ১০ থেকে ১২ ঘণ্টারও বেশি সময় নগরে লোডশেডিংয় হচ্ছে। এ অবস্থায় মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। গত রোববার রাতে নগরীতে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ করেন সাধারণ মানুষ।

এড়ীমধ্যে গত ১৭ এপ্রিল বিকেলে এক ক্ষুব্দ গ্রাহক লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পিডিবির (বিক্রয় ও বিতরণ বিভাগ-২) প্রকৌশলী শামছ-ই-আরেফিনের সরকারি মুঠোফোনে হুমকি দিয়েছেন।

এ ঘটনায় পিডিবির (বিক্রয় ও বিতরণ বিভাগ-২) প্রকৌশলী শামছ-ই-আরেফিন ১৮ এপ্রিল মহানগর পুলিশের কতোয়ালী থানায় লিখিত সাধারণ ডায়েরি করেছেন।

সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল বিকেলে পিডিবির (বিক্রয় ও বিতরণ বিভাগ-২) প্রকৌশলী শামছ-ই-আরেফিনের সরকারি মুঠোফোনে অজ্ঞাতনামা এক ব্যক্তি ফোন করেন। তিনি প্রথমে বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে চান। এরপর প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করেন। এক পর্যায়ে ওই ব্যক্তি অশ্রাব্য ভাষায় গালি-গালাজ ও মারধরের হুমকি দেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ