Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৩ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৩, ২৩ এপ্রিল ২০২৩

মৌলভীবাজারের বজ্রপাতে দুইজনের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জে পৃথক ঘটনায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।আজ রোববার (২৩ এপ্রিল) এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল থেকে শ্রীমঙ্গল উপজেলায় প্রচুর বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। রিয়াজ উদ্দিন হাইল হাওরে ধান কাটার জন্য গেলে বৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ বজ্রপাত তার গায়ে এসে পড়লে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

 নিহত রিয়াজ উদ্দিন শ্রীমঙ্গল লালবাগ আবাসিক এলাকার মহব্বত আলীর ছেলে।

এদিকে কমলগঞ্জ উপজেলায় আজ সকালে মাঠের ভেতর গরু চরাতে গিয়ে বজ্রপাতে সোম শব্দকর (৪২) নামে এক কৃষক মারা গেছেন। এ সময় তার একটি গরু মারা গেছে। নিহত সোম শব্দকর উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের উত্তর তিলকপুর গ্রামের মৃত গিরীন্দ্র শব্দকরের ছেলে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আইনিউজ/ইউএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ