Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৩ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২২, ২৫ এপ্রিল ২০২৩
আপডেট: ১৯:৫২, ২৫ এপ্রিল ২০২৩

মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পৌরসভা ও বিলাসের আর্থিক সহযোগিতা

মৌলভীবাজার শহরের শ্যামলী এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক ও খাদ্য সহায়তা দিয়েছে পৌরসভা ও ব্যবসা প্রতিষ্ঠান বিলাস।

আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকালে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারকে চাল, ডাল, তেল, পেঁয়াজ ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেন মেয়র ফজলুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর নাহিদ হোসেন, সৈয়দ সেলিম হক ও অ্যাডভোকেট পার্থ সারথি পাল। গতকাল সোমবার (২৪ এপ্রিল) পৌরসভার পক্ষ থেকে চারটি পরিবারকে ২০ হাজার করে ৮০ হাজার টাকা এবং একটি কম ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০ হাজার টাকা দেওয়া হয়।

আজ বিলাসের পক্ষ থেকে চারটি পরিবারকে ছয় হাজার করে ২৪ হাজার টাকা দেওয়া হয়। এছাড়া বাসার মালিক লন্ডন প্রবাসী সিরাজ উদ্দিন আহমদের পক্ষ থেকে চারটি পরিবারকে নগদ পাঁচ হাজার করে ২০ হাজার টাকা এবং কম ক্ষতিগ্রস্ত অন্য পরিবারগুলোকে দুই হাজার টাকা করে দেওয়া হয়।

উল্লেখ্য গত রোববার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে মৌলভীবাজার শহরের শ্যামলী এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চারটি পরিবারের সবকিছু পুড়ে ছাঁই ভস্ম হয়ে যায়।

আইনিউজ/ইউএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ