নিজস্ব প্রতিবেদক, বড়লেখা
বড়লেখায় সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্য কর্মকর্তাসহ আহত ৫

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সরকারি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। রোববার (৩০ এপ্রিল) সকাল ১০টায় বড়লেখা-মৌলভীবাজার সড়কের উপজেলার সফরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
দুর্ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস, মেডিক্যাল অফিসার ডা. ইমরান হোসেন, পরিসংখ্যানবিদ সুমন চন্দ্র দাস, স্বাস্থ্য পরিদর্শক ফাতেমা বেগম ও গাড়ি চালক সোহরাব হোসেন আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জানা গেছে, রোববার সকালে মৌলভীবাজারে অফিসিয়ালি কাজে যোগদানের জন্য বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস, মেডিক্যাল অফিসার ডা. ইমরান হোসেন, পরিসংখ্যানবিদ সুমন চন্দ্র দাস ও স্বাস্থ্য পরিদর্শক ফাতেমা বেগম স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়িযোগে রওয়ানা দেন।
গাড়িটি বড়লেখা-মৌলভীবাজার সড়কের উপজেলার সফরপুর এলাকায় পৌঁছামাত্র চালক আকস্মিকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি সড়কের পাশের স্ট্রিটলাইটের খুঁটিতে সজোরে ধাক্কা লেগে সড়কের পাশের জমিতে গিয়ে পড়ে। এতে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। গাড়িতে থাকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাসসহ পাঁচজন আহত হন।
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ সুমন চন্দ্র দাস রোববার বিকেলে বলেন, আমি গাড়ির সামনে বসেছিলাম। আকস্মিকভাবে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের স্ট্রিটলাইটের খুঁটিতে ধাক্কা লাগে। দুর্ঘটনায় আমার ডান হাতে একটু বেশি আঘাত লেগেছে।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস বলেন, দুর্ঘটনায় আমাদের কারও বড়ধরনের কোনো ক্ষতি হয়নি। তবে আমার কপালের কিছু জায়গা ছিলে গেছে। হাসপাতাল থেকে সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছি। গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
আইনিউজ/ইউএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার