Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ৪ ১৪৩২

রাজু দত্ত, কমলগঞ্জ 

প্রকাশিত: ১০:২৭, ১ মে ২০২৩

কমলগঞ্জে ছেলের হাতে পিতা খু-ন! 

বাবাকে হত্যার দায়ে আটক ছেলে সুকেশ ঘাষী। ছবি- প্রতিনিধি

বাবাকে হত্যার দায়ে আটক ছেলে সুকেশ ঘাষী। ছবি- প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জের বাঘাছড়া চা বাগানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলের হাতে খু-ন হয়েছেন বাবা। খু-ন হওয়া ব্যক্তি উপজেলার ইসলামপুর ইউপির বাঘা ছড়া চা বাগানের রবী ঘাষী। 

রোববার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বাঘাছড়া শ্রমিক লাইনের নিজ বাড়িতে এ নির্মম হ-ত্যা-কাণ্ড ঘটে। এ ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ছেলে সুকেশ ঘাষীকে আটক করে পুলিশের হাত সোপর্দ করে।

জানা যায়, রোববার রাতে বাড়িতে বাবা চা শ্রমিক রবীর সঙ্গে ছেলে সুকেশের তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে ছেলে উত্তেজিত হয়ে ঘরে থাকা দা দিয়ে বাবার মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন রবী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আশপাশে থাকা লোকজন ঘাতক ছেলে সুকেশকে আটক করে।

খবর পেয়ে কমলগঞ্জ থানার এসআই পবিত্র কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ঘাতক পুত্র সুকেশ ঘাষীকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।

কমলগঞ্জ থানার ওসি সঞ্চয় চক্রবর্তী বলেন, পারিবারিক কলহের জের ধরে ছেলের হাতে বাবা খু-ন হয়েছেন। লাশ উদ্ধার করে ঘাতক ছেলেকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি হ-ত্যা মামলার প্রস্তুতি চলছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ