Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ জুলাই ২০২৫,   শ্রাবণ ৫ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৭, ৩ মে ২০২৩

সুনামগঞ্জের পরিবহন ধর্মঘট স্থগিত

‘এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে’ প্রশাসনের আশ্বাসে সুনামগঞ্জে ৪ মে থেকে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিতের কথা জানিয়েছে জেলা বাস, মিনিকোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।

পরিবহন শ্রমিকদের মারধর, গাড়ি ভাঙচুর, শ্রমিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও চাঁদাবাজি বন্ধের তিন দফা দাবিতে গত ৩০ এপ্রিল ধর্মঘটের ডাক দিয়েছিল সংগঠনটি।

আজ বুধবার (৩ মে) ধর্মঘট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বাস, মিনিকোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির।

তিনি জানান, তিন দফা দাবি নিয়ে আমরা যে ধর্মঘটের ডাক দিয়েছিলাম সেটি শুনে পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে আলোচনা করেছে। দীর্ঘ আলোচনা শেষে আমাদের দাবির প্রতি পুলিশ একাত্মতা পোষণ করায় আমরা এসএসসি পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।

আইনিউজ/ইউএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ