Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৩ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি 

প্রকাশিত: ১২:৪২, ৭ মে ২০২৩

শ্রীমঙ্গলে ১০০ পিস ইয়াবাসহ আটক ১ 

ইয়াবাসহ পুলিশের কাছে আটক মো. ইউসুফ। ছবি- আই নিউজ

ইয়াবাসহ পুলিশের কাছে আটক মো. ইউসুফ। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের বিশেষ অভিযানে মো. ইউসুফ (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করা হয়েছে। 

শনিবার (৬ মে) শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরী এবং এএসআই জীবন বাগতী শ্রীমঙ্গলের সোনার বাংলা রোড থেকে ইউসুফকে আটক করেন। 

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরের সোনার বাংলা রোডের মেসার্স ভিশন ট্রেডার্স এর সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। 

আটককৃত ইউসুফকে তল্লাশি করে আসামির পরনের প্যান্টের প্যাকেট থেকে কালো রঙের জিপারের ভেতর থেকে ১০০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এসময় তার কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ১৩০০/- টাকাও জব্দ করা হয়। 

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত শ্রীমঙ্গল শহরের সোনার বাংলা রোডের পানপট্টি এলাকার কয়েকজনের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে খুচরা বিক্রি করে আসছে। 

আটককৃত ইউসুফ এবং পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে। 

এ ঘটনায় আটককৃত ব্যক্তি ইউসুফ এবং তাকে ইয়াবা সরবরাহকারী পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ