Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ জুলাই ২০২৫,   শ্রাবণ ৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৬:৩১, ১৩ মে ২০২৩

মৌলভীবাজার পৌরসভা শিক্ষাবৃত্তি ২০২২ প্রদান

মেধাবী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও বৃত্তি তুলে দিচ্ছেন মেয়র ফজলুর রহমান ও আমন্ত্রিত অতিথি।

মেধাবী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও বৃত্তি তুলে দিচ্ছেন মেয়র ফজলুর রহমান ও আমন্ত্রিত অতিথি।

দ্বিতীয়বারের মতো মৌলভীবাজার পৌরসভা শিক্ষাবৃত্তি ও মেধাবী শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান করা হয়েছে। আজ শনিবার (১৩ মে) পৌর জনমিলন কেন্দ্রে ৩১৫জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। 

মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) প্রো-ভিসি ডাক্তার ছয়েফ উদ্দিন আহমদ ছফু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর আশফাক হোসেন দীপু।    

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শামসুর রহমান। 

স্বাগত বক্তব্য রাখেন পৌরসভা শিক্ষাবৃত্তি কমিটির সদস্য ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র নাহিদ হোসেন এবং শিক্ষাবৃত্তি কমিটির সদস্য ও বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহমিদা ইসলাম কনক। 

উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ফয়সল আহমদ, সৈয়দ সেলিম হক, শিক্ষাবৃত্তি কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর অ্যাডভোকেট পার্থ সারথি পাল এবং শিক্ষাবৃত্তি কমিটির সদস্য, বিটিভির জেলা প্রতিনিধি ও আই নিউজের সম্পাদক হাসানাত কামাল। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন মৌলভীবাজার পৌরসভার সহকারী হিসাব রক্ষক শর্মিলা দেব ও রুমেল আহমদ।

অনুষ্ঠানে ২০২২ সালের প্রাথমিক বৃত্তি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বিভিন্ন পর্যায়ে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

এরমধ্যে ৮৬ জন গরীব শিক্ষার্থীকে ৩ হাজার ৫০০ টাকা করে শিক্ষাবৃত্তি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৮০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ এবং ৪৯ জন প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়েছে। 

শিক্ষার প্রসার ও শিক্ষাক্ষেত্রে নতুন প্রজন্মকে উৎসাহিত করতে ২০২২ সাল থেকে শিক্ষাবৃত্তি চালু করেছে মৌলভীবাজার পৌরসভা। এ ধারা অব্যাহত থাকবে বলে জানান মেয়র ফজলুর রহমান।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ