Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, কমলগঞ্জ

প্রকাশিত: ১০:৫৩, ২০ মে ২০২৩

লাউয়াছড়া বনে উদয়নের বগি লাইনচ্যুত, সিলেটে রেল যোগাযোগ বন্ধ 

লাইনচ্যুত উদয়ন এক্সপ্রেস ট্রেনের বগি।

লাইনচ্যুত উদয়ন এক্সপ্রেস ট্রেনের বগি।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনার ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ আছে। 

আজ শনিবার (২০ মে) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। লাউয়াছড়া উদ্যানের একটি গাছ ভেঙে রেল লাইনের ওপর পড়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

উদয়ন এক্সপ্রেসের যাত্রী আলমগীর হোসাইনী বলেন, খুব বাজেভাবে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। লাউয়াছড়ার বনের মাঝামাঝি জায়গায় এই ঘটনা ঘটে। এতে সিলেটগামী যাত্রীরা দুর্ভোগে পড়েছে। 

শমশেরনগরের সহকারী স্টেশনমাস্টার উত্তম দেব গণমাধ্যমকে খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, এর ফলে সকালের ঢাকাগামী আন্তনগর কালনি এক্সপ্রেস ট্রেনের এই স্টেশনের যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে।

কুলাউড়া থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ চালাচ্ছে জানিয়ে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা রিলিফ ট্রেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন ক্রস করেছে। এ ঘটনার পর সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে কোনো হতাহতের খবর জানা যায়নি। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ