Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

বিশেষ প্রতিনিধি, কমলগঞ্জ

প্রকাশিত: ১১:৫৪, ২১ মে ২০২৩
আপডেট: ১১:৫৯, ২১ মে ২০২৩

ফের সাময়িক সময়ের জন্য রেল যোগাযোগহীন সিলেট 

দুর্ঘটনা কবলিত উদয়ন এক্সপ্রেস। ছবি- আই নিউজ

দুর্ঘটনা কবলিত উদয়ন এক্সপ্রেস। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গলের মাঝে লাউয়াছড়া বনে ট্রেন দুর্ঘটনায় দ্বিতীয় দফায় উদ্ধার কাজের জন্য সাময়িকভাবে সিলেটের সাথে রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। আজ ভোর থেকে দ্বিতীয় দফায় দুর্ঘটনা কবলিত বগিগুলো উদ্ধারের কাজ শুরু হয়েছে। 

এরআগে গতকাল শনিবার (২০ মে) ভোররাতে মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় 
গাছ পড়ে ইঞ্জিনসহ ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হয়।

শনিবার রেল লাইনের পাশে লাইনচ্যুত তিনটি বগি রেখে রাত পৌনে ৮টার দিকে সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক করে রেলওয়ে কর্তৃপক্ষ। পরে আবার রোববার ভোর ৫টা থেকে বগিগুলো উদ্ধারে নামে কুলাউড়া ও আখাউড়া স্টেশন থেকে থেকে আসা দুটি রিলিফ ট্রেন।

ভানুগাছ রেলওয়ের স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, ‘কিছু সময়ের জন্য সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ আছে। বগি তিনটি শ্রীমঙ্গল স্টেশনে নিয়ে যাওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘সিলেট থেকে ছেড়ে আসা আন্তনগর ঢাকাগামী কালনী ট্রেন সকাল ৬টা ১৫ মিনিটে ছেড়ে এসে ৭টা ৫০ মিনিটে শমশেরনগর স্টেশনে অবস্থান করে। কাজ শেষ হওয়ার পর ট্রেনটি ছেড়ে যাবে।’

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের আমতলি এলাকায় ঝড়ে উপড়ে পড়া গাছের সঙ্গে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ধাক্কা খায়। এতে ট্রেনটির ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ