Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৬, ১৮ জুন ২০২৩

তাহিরপুর বালিকা স্কুলে ছাদের প্লাস্টার ধসে ৬ জন আহত 

বিদ্যালয়ের ছাদের ঝুঁকিপূর্ণ প্লাস্টার নিয়ে চলছে পাঠদান। ছবি- আই নিউজ

বিদ্যালয়ের ছাদের ঝুঁকিপূর্ণ প্লাস্টার নিয়ে চলছে পাঠদান। ছবি- আই নিউজ

তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শ্রেণিকক্ষের ছাদের প্লাস্টার ধসে অষ্টম, নবম ও দশম শ্রেণীর ৬ জন ছাত্রী আহত হওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (১৮ জুন) দুপুর ১২ টায় বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষা চলাকালীন সময়ে ছাত্রীদের মাথার উপরে  ছাদের প্লাস্টার ধসে পড়ে।  এ সময় আহত ছাত্রীদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

আহত ছাত্রীরা হলো নবম শ্রেণির সুমিত্রা রায়, সাকি রায়, দশম শ্রেণির ছাত্রী আহম্মদ মোয়াল্লেমা, অষ্টম শ্রেণির ছাত্রী পর্না মৈত্র,জেবিন রাহাত ও অনন্যা দে।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা ডা: মির্জা রিয়াদ হাসান জানান,  আহত ছাত্রীদের মাথায় এবং শরীরে আঘাত লেগেছে, তাদেরকে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। 

শ্রেণি শিক্ষক সৌরভ আহমেদ বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে হঠাৎ ছাদের প্লাস্টার ধসে পড়ে।  তবে ফ্যানের উপর কিছুটা না আটকালে  বড় ধরনের দুর্ঘটনা ঘটতো।

তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক ইয়াহিয়া তালুকদার বলেন, অনেক পুরনো ভবন হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।  নতুন ভবন নির্মাণের জন্য কর্তৃপক্ষের কাছে বারবার জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয় নি।

আই নিউজ/এইচএ  

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ