নিজস্ব প্রতিবেদক
আজ শপথ নিবেন সিসিক মেয়র-কাউন্সিলররা

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সিলেটের নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে শপথবাক্য পড়াবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৩ জুলাই) সিলেট সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নেবেন আনোয়ারুজ্জামান চৌধুরী।
সাধারণ কাউন্সিলর আর সংরক্ষিত আসনের কাউন্সিলরদের শপথবাক্য পড়াবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।
গর ২৬ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ সচিব মাহবুবা আইরিন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে শপথের বিষয়টি নিশ্চিত করা হয়।
এদিকে, আজ শপথ নিলেও মেয়র হিসেবে এখন থেকেই দায়িত্ব নিতে পারছেন না আনোয়ারুজ্জামান চৌধুরী।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন আইন), ২০০৯-এর ৬ ধারা মোতাবেক করপোরেশন গঠিত হওয়ার পর প্রথম বৈঠকের পরবর্তী পাঁচ বছর পর্যন্ত মেয়াদ নির্ধারিত থাকায় সিলেটের নির্বাচিত মেয়রকে আগামী অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বর্তমান মেয়াদে দায়িত্ব নিয়েছিলেন ২০১৮ সালের ৮ অক্টোবর। সে হিসাবে আগামী ৭ অক্টোবর তাঁর মেয়াদ শেষ হচ্ছে। এরপর আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়রের দায়িত্ব নেবেন।
উল্লেখ্য, গত ২১ জুন সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচিত হন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। নির্বাচনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল। বিএনপি দলীয়ভাবে নির্বাচন বর্জন করায় বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী নির্বাচনে অংশ নেননি।
আইনিউজ/ইউ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও)