Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

কোম্পানিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১:১২, ২০ জুলাই ২০২৩

লা শ, রক্ত দেখে পালাতে গিয়ে স্ট্রোক করে মারা গেলেন চালক 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের ভোলাগঞ্জের খাগাইল নামক স্থানে একটি পর্যটকবাহী মাইক্রোবাস এবং সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৬ জন মারা গেছেন বলে জানা গেছেন। এদের মধ্যে মাইক্রোবাসের চালক দুর্ঘটনার পর সিএনজির সকল যাত্রীর লা শ আর রক্ত দেখে পালাতে গিয়ে স্ট্রোক করে মারা গেছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। 

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল আটটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সিএনজির পাঁচ যাত্রী। অন্যদিকে দুর্ঘটনার পর মাইক্রোবাসের চালক বেরিয়ে এসে লা শ এবং রক্ত দেখে হতভম্ব হয়ে দৌড়ে পালাতে গিয়ে স্ট্রোক করে মারা যান। 

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসটি ঢাকা থেকে এসেছিলো। দুর্ঘটনাস্থলে এসে গাড়ির চাকা ব্লাস্ট হয়ে অটো-রিকশার সাথে সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাস এবং অটোরিকশা রাস্তার পাশের ডোবায় পড়ে যায়। এসময় সিএনজির প্রায় সব যাত্রী মারা যান। মাইক্রোবাসের চালক তখনো সুস্থ ছিলেন। তিনি ঘটনার পরে লাশ আর রক্ত দেখে ভয় পেয়ে পালিয়ে যাওয়ার জন্য দৌড় দেন। এসময় কিছুদূর গিয়েই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া পথে প্রাণ হারান তিনি। তিনি স্ট্রোক করে মারা গেছেন বলে পরে জানা গেছে। 

এদিকে তাৎক্ষনিক ভাবে এখনো সকল মৃ তে র পরিচয় শনাক্ত করা যায় নি। দুই জনের পরিচয় পাওয়া গেছে। এর মধ্যে একজন কোম্পানিগঞ্জের কালিগড় এলাকার একজন শিক্ষক অন্যজন কালন নামের ওই সিএনজির ড্রাইভার। আহত এবং নি হ ত সবাইকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে।

ফায়ার সার্ভিস সিলেটের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভুঞা বলেন, নিহতদের মধ্যে তিননজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। আর ফায়ার সার্ভিসের কর্মীরা বাকিদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে জানিয়ে তিনি বলেন, মুখোমুখি সংঘর্ষের পর মাইক্রো ও সিএনজি দুটিই পাশ্ববর্তী খালে পড়ে যায়। এতে দুই গাড়ির সব যাত্রীই আহত হয়েছেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ