Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫,   ভাদ্র ১১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৬, ১১ আগস্ট ২০২৫

সিলেট

শাবিপ্রবিতে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন: কর্মা গীত পরিবেশন

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৯ আগস্ট) বিকেল ৪টার দিকে শাবিপ্রবির আদিবাসী শিক্ষার্থীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইন্ডিজেনাস স্টুডেন্টস -এর উদ্যোগে দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পাইনকা সমাজের শিল্পীদের অংশগ্রহনে কর্মা গীত পরিবেশন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, ছাত্র উপদেশ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া, প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, অধ্যাপক ড. জায়েদা শারমিন ও লেকচারার এলোরে চাকমা।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ কবির পন্থী পাইনকা সমাজের সভাপতি নির্মল দাশ পাইনকা, সাধারণ সম্পাদক দুলাল দাশ পাইনকা, কোষাধ্যক্ষ নিঝুম পাইনকা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, “যারা আদিবাসী শিক্ষার্থী হিসেবে এখানে ভর্তি হয়েছ, সবাই মিলেমিশে চলবে। বড় ভাইদের সহযোগিতা নেবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং কোনো সময় হতাশ হবে না।”

আই নিউজ/আরএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ