Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৯, ২৭ অক্টোবর ২০২২

নবীগঞ্জে ইউপি মেম্বারের বিরুদ্ধে নারী মেম্বারকে ধ র্ষ ণে র অভিযোগ

অভিযুক্ত ইউপি মেম্বার জুয়েল মিয়া

অভিযুক্ত ইউপি মেম্বার জুয়েল মিয়া

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের এক ইউপি মেম্বারের বিরুদ্ধে একই ইউপির সংরক্ষিত মহিলা মেম্বারকে ধ র্ষ ণে র অভিযোগ ওঠেছে। অভিযুক্ত ইউপি সদস্য ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার জুয়েল মিয়া।

বুধবার (২৬ অক্টোবর) ভুক্তভোগী ওই নারী এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান এর নিকট লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর বিকাল ৪টায় ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউপির ৩নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মো. জুয়েল মিয়া উপজেলা থেকে একটি বরাদ্ধ আনার জন্য ওই নারী মেম্বারকে ফোন করে জানান এবং তাৎক্ষনিক উপজেলায় যেতে বলেন। এমনকি তখন না গেলে বরাদ্ধ অন্যজন পেয়ে যাবে তাকে নবীগঞ্জ উপজেলা প্রাঙ্গণে নিয়ে যায়। সেখানে রাত ১০টা পর্যন্ত ওই নারীকে আটকে রেখে পরে পরিকল্পিতভাবে ধ র্ষ ণ করেন ওই নারীকে।

এ ব্যাপারে ভুক্তভোগী নারী বলেন, উপজেলা প্রাঙ্গণে যাওয়ার পর মেম্বরের বরাদ্দের বিষয় জানতে চাইলে সে জানায় তুমি দেরি করে ফেলেছ। তবে অসুবিধা নেই সন্ধ্যার সময় কর্তৃপক্ষ আসবেন, তখন তোমার কাগজপত্র দেওয়া হবে। আমি তার কথামত অপেক্ষা করতে থাকি। অপেক্ষা করতে করতে প্রায় রাত সাড়ে ১০টা হয়ে যায়। তখন আমি বিদায় নিয়ে চলে আসি। বাড়িতে আসার জন্য উপজেলার সামনে সিএনজির অপেক্ষা করতে থাকি। কোন যানবাহন না পেয়ে অপেক্ষা করতে করতে রাত প্রায় সাড়ে ১১টা হয়ে যায়।

ওই নারী বলেন, তখন হঠাৎ পিছন থেকে জুয়েল এসে বলে আমার এক পরিচিত সিএনজি আছে, চল সামনে যাই তোমাকে দিয়ে আসবে বাড়িতে। এই বলে আমাকে একটি বাসায় বসিয়ে রাখে গাড়ী আনতে যায়। কিছুক্ষণ পরে এসে বলে কোন গাড়ী নেই, আজ তোমাকে এখানেই আমার সাথে থাকতে হবে। বেশি বাড়াবাড়ি করলে মেরে ফেলব বলে আমার হাত থেকে আমার মোবাইল কেড়ে নেয় এবং দরজা বন্ধ করে দেয়।

‘আমি চিৎকার করতে চাইলে আমার মুখ চেপে ধরে বলে যদি কোন রকম আওয়াজ করি তাহলে খু ন করে ফেলব। এরপর আমাকে জোর করে রাতভর ধ র্ষ ণ করে। আমার সন্তান ও স্বামীর দোহাই দিয়েও তাকে থামাতে পারিনি। ভোর হলে একটি সিএনজি এনে বিদায় করে দেয়। আমি বাড়িতে পৌছার আগেই সে আমার বাড়ী ও এলাকার মানুষের কাছে জানিয়ে দেয়। আমি বাড়িতে আসা মাত্রই আমার স্বামী ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করে ঘর থেকে বের করে দেয়।’ বলছিলেন ভুক্তভোগী ওই নারী।

তিনি বলেন, আমি এখন আমার বাবার বাড়িতে বসবাস করে আসছি। গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চাইলে সে আমাকে হত্যার হুমকি দিয়ে আসছে। আমি যদি কোন ধরনের মামলা বা অভিযোগ দায়ের করি আমাকে পৃথিবী থেকে উঠিয়ে দেবে। এমনকি এই বিষয়ে কাউওকে না বলার জন্য বিভিন্ন উচ্চ মহল থেকে হত্যার হুমকি দেয়া হচ্ছে এবং আমি যেন গ্রাম থেকে বের হতে না পারি সে জন্য গ্রামের চার দিকে লোক পাহারা দিয়ে রেখেছে। এখন আমার অবস্থা এমন যে আত্মহত্যা ছাড়া আর কোন উপায় নেই।

ঘটনা এবং অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান বলেন- লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়