Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫,   বৈশাখ ২৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫০, ২৭ মে ২০২৩

বাহুবলে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে ৩ নারী নিহ*ত

হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়ককে ট্রাক ও পিকআপ ভ্যান সংঘর্ষে ৩ নারী নিহত হয়েছেন। নিহতরা সিলেটে মাজার জিয়ারত করতে যাচ্ছিলেন।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বাহুবল উপজেলার মৌচাক এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন মঞ্জিলা বেগম (৪৫), তানজিলা বেগম (৩৫) ও শাহিনুর বেগম (৪৫)। তারা সবাই কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম বলেন, পিকআপ ভ্যানটি ১৫ জন যাত্রী নিয়ে কিশোরগঞ্জ থেকে সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছিল।

মৌচাক এলাকায় ঢাকামুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের ৩ নারী যাত্রীর মৃত্যু হয়। এছাড়া শিশুসহ অন্তত ১০ জন আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

আইনিউজ/ইউএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়