Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৮, ৪ মে ২০২১
আপডেট: ১৬:২৮, ৪ মে ২০২১

মৌলভীবাজারে ৩৩৩ নম্বরে কল করলেই পৌঁছে যাচ্ছে খাদ্য সহায়তা

করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত দেশের অধিকাংশ শ্রেণীর মানুষ। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দরিদ্র মানুষদের ওপর। এমন পরিস্থিতিতে করোনাকালের বিধিনিষেধে কর্মহীন হয়ে যাওয়া দরিদ্র মানুষদের জন্য দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা। পুরো মৌলভীবাজার জেলায় চলছে এই কর্মসূচি। 

রোববার (২ মে) এ বিষয়ে অনলাইনে জানিয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন। ফেসবুকে জেলা প্রশাসনের অফিশিয়াল পেইজ থেকে এ তথ্য জানানো হয়। 

জেলা প্রশাসন জানায়, করোনা সংক্রমণ প্রতিরোধে আরোপিত সার্বিক কার্যাবলি/ চলাচলে বিধিনিষেধে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষ খাদ্য সহায়তা চেয়ে ৩৩৩ নম্বরে ফোন করলেই পৌছে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা।

৩৩৩ নম্বরে মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় এ পর্যন্ত প্রাপ্ত কল সংখ্যা ২৪৯টি। ১২৩ জন কলদাতার কাছে ইতোমধ্যে খাদ্য সহায়তা পৌছে গিয়েছে। বাকিদের কাছে খাদ্য সহায়তা পৌছানোর কাজ চলমান আছে।

সহায়তা কার্যক্রমে খাদ্যসামগ্রী হিসাবে দেওয়া হচ্ছে চাল, ডাল, চিনি, লবণ, আলু, পেঁয়াজ ইত্যাদি।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ