নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:৫৩, ১৮ জানুয়ারি ২০২৬
শ্রীমঙ্গলে থার্মাল অয়েল হিটার বিস্ফোরণ: নি-হত ১, আ-হত ৩
রশনী পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ -এর কারখানায় দুর্ঘটনা কবলিত থার্মাল অয়েল হিটার মেশিন। ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি শিল্পকারখানায় থার্মাল অয়েল হিটার মেশিন বিস্ফোরণে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সরকার বাজার নামক এলাকায় অবস্থিত রশনী পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর কারখানায় এ দুর্ঘটনা ঘটে। কারখানার থার্মাল অয়েল হিটার মেশিনের রক্ষণাবেক্ষণকালে হঠাৎ ব্যাকফায়ার হলে বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. আসাদুল ইসলাম (৪২)। তিনি ওই কারখানার সহকারী ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি গাইবান্ধা জেলায়। দুর্ঘটনায় আহত তিনজন হলেন- বয়লারের হেলপার মো. আব্দুল হাকিম (সিরাজগঞ্জ), ইলেকট্রিশিয়ান মো. আব্দুল বাশার চেস্তি (বগুড়া) এবং গোলাম রব্বানী (ঢাকা)। আহত গোলাম রব্বানী কারখানায় সার্ভিস প্রদানের কাজে এসেছিলেন বলে জানা গেছে।
রশনী পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের রেসিডেন্স ম্যানেজার শাকিল আহমেদ রোববার বিকেল ৩টার দিকে জানান, “গতকাল রাতে থার্মাল অয়েল হিটার মেশিন রক্ষণাবেক্ষণের সময় ব্যাকফায়ারের কারণে দুর্ঘটনাটি ঘটে। এতে আমাদের সহকারী ম্যানেজার মো. আসাদুল ইসলাম নিহত হন এবং আরও তিনজন আহত হন। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার কারণ তদন্তে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। নিহতের পরিবারের পাশে থেকে সার্বিক সহযোগিতা করা হবে।”
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, “কারখানায় মেশিন বিস্ফোরণে নিহতের ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে রয়েছে।”
ইএন/এসএইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























