Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫,   আষাঢ় ২০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১১:৩৩, ১৫ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১১:৫০, ১৫ সেপ্টেম্বর ২০২১

একদিনে মৌলভীবাজারে ১২ জনের করোনা, শনাক্তের হার ১১ শতাংশ

মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর ফলে জেলায় করোনাভাইরাস শনাক্তের হার এসে দাঁড়ালো ১১ শতাংশে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সেখানে বলা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ১০৪ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ শতাংশ। এর আগের দিন মৌলভীবাজারে শনাক্তের  শতাংশ

সর্বশেষ আপডেট অনুযায়ী, জেলায় বর্তমানে মোট আক্রান্ত ৭ হাজার ৯৮৫ জন। ২৪ ঘণ্টায় জেলায় ৪৬ জন সুস্থ, মৃত্যুবরণ করেননি কেউ। 

নতুন শনাক্ত ১২ জন জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের ৩ জন, শ্রীমঙ্গলের ১ জন, কমলগঞ্জের ১ জন, কুলাউড়া ৭ জন। এ নিয়ে জেলায় ৭ হাজার ৯৮৫ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৬ জন। এদের মধ্যে ২০ জন মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের, ২৬ জন কুলাউড়ার। এ নিয়ে মৌলভীবাজারে মোট সুস্থ রোগীর সংখ্যা ৬ হাজার ৮১৯ জন।

গত ২৪ ঘণ্টায় জেলায় কেউ করোনায় মৃত্যুবরণ করেননি। এখন পর্যন্ত করোনায় মৌলভীবাজারে মোট ৭২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ৫ জন, কমলগঞ্জে ৫ জন, শ্রীমঙ্গলে ১১ জন, জুড়ী ৫ এবং সদর হাসপাতালের ৪০ জন রয়েছেন।

আইনিউজ/এসডি

লাঠিটিলায় সাফারি পার্ক হবেই, কেউ ঠেকাতে পারবে না: পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন

 

মৌলভীবাজারের এক বিশাল হৃদয়ের রাজনীতিবিদ

দেড় বছর পর স্কুল, প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে

শ্রীমঙ্গলে ১২ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

`দয়া করে গাড়ি ধীরে চালান, এই জায়গায় আমি আমার মাকে হারিয়েছি’

‘আর একলগে সিলেট থাকি আওয়া হইতো নায় রে বইন। আমি তোর লগে আর লাগতাম নায়।’

মৌলভীবাজার আদালত এলাকায় হামলা-ভাঙচুর-রক্তারক্তি ঘটনা। কি হয়েছিলো সেখানে?

কুলাউড়ায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, বিয়েতে যাওয়ার পথে শিশুসহ ৩ জনের মৃত্যু

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়