Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫,   আষাঢ় ১৮ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৪, ১৬ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৩:০৬, ১৬ সেপ্টেম্বর ২০২১

মৌলভীবাজারে পৌঁছেছে সিনোফার্মের আরও ৪৫ হাজার ডোজ টিকা

টিকা গ্রহণ করছেন মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের সহকারী পরিচালক ডা. বিনেন্দু ভৌমিক

টিকা গ্রহণ করছেন মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের সহকারী পরিচালক ডা. বিনেন্দু ভৌমিক

চীনের সিনোফার্মের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিনের ৪৫ হাজার ডোজ টিকা মৌলভীবাজারে পৌঁছেছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২ টায় সিভিল সার্জন কার্যালয়ে টিকা বহনকারী ফ্রিজার ভ্যানটি পৌঁছায়।

এই ধাপে আসা ৪৫ হাজার টিকা সিভিল সার্জনের পক্ষে গ্রহণ করেছেন মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের সহকারী পরিচালক ডা. বিনেন্দু ভৌমিক। এরপর টিকাগুলো সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়। সেখান থেকে চাহিদা অনুযায়ী সদর ও উপজেলার টিকা কেন্দ্রগুলোতে পাঠানো হবে।  

টিকা গ্রহণকালে আরো উপস্থিত ছিলেন জেলা ইপিআই সুপার শাহ আলমসহ ইপিআই সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ। বিষয়টি সিভিল সার্জন কার্যালয়ের এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে। 

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, টিকাগুলো আগামী শনিবার (১৮ সেপ্টেম্বর) থেকে নিবন্ধন অনুসারে এসএমএস প্রাপ্তি সাপেক্ষে সাত উপজেলার নির্ধারিত কেন্দ্রে প্রথম এবং দ্বিতীয় ডোজ হিসেবে প্রয়োগ করা হবে।  

করোনাভাইরাস প্রতিরোধে প্রত্যেককে নির্ধারিত টিকাকেন্দ্র থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ। 

এছাড়া টিকা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্যে নির্ধারিত টিকাকেন্দ্রে যোগাযোগ করার জন্যও অনুরোধ জানানো হয়েছে। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়