Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১২:৩৭, ২৪ নভেম্বর ২০২১
আপডেট: ১২:৪৭, ২৪ নভেম্বর ২০২১

মৌলভীবাজার : পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

মৌলভীবাজার জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছে ৯৭ জন। এর মধ্যে পুরুষ ৮৭ জন এবং মহিলা ১০ জন। এদের সকলেই  মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। 

বুধবার (২৪ নভেম্বর) কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। জেলা পুলিশ মৌলভীবাজারের এক ফেসবুক পোস্ট থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

জেলা পুলিশের তথ্যমতে, পুরুষদের মধ্যে ৮০ জন সাধারণ কোটায়, মুক্তিযোদ্ধা কোটায় ৩ জন, আনসার ও ভিডিপি কোটায় ১ জন এবং উপজাতী কোটায় ১ জন উত্তীর্ণ হয়েছেন। অপরদিকে মহিলাদের মধ্যে সাধারণ কোটায় ৮ জন এবং উপজাতী কোটায় ২ জন উত্তীর্ণ হয়েছেন। 

 

লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন 

মৌলভীবাজারে এবার ৩৪ জন পুরুষ ও ৬ জন নারীসহ মোট ৪০ জন কনস্টেবল নিয়োগ দেয়া হবে। গত ১৫ ও ১৬ নভেম্বর চূড়ান্ত বাছাই কার্যক্রম শেষে ১৭ নভেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ ২৪ নভেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হলো।  

আইনিউজ/এসডিপি 

আরও পড়ুন :

মৌলভীবাজার সদর ও রাজনগরে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

মৌলভীবাজার শিল্পকলা একাডেমির ‘সাংস্কৃতিক উৎসব-২০২১’

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়