Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১০, ২৫ নভেম্বর ২০২১

কমলগঞ্জে ৩ দিনব্যাপী সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

মৌলভীবাজারের কমলগঞ্জে মৌ-বক্স স্থাপনের মাধ্যমে ডাল ও তেল জাতীয় ফসল এবং আম, লিচু ইত্যাদি পরাগায়নের হার বৃদ্ধির মাধ্যমে ফলন বৃদ্ধি বিষয়ক ৩ দিনব্যাপী সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। 

বৃহস্পতিবার  (২৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।

আরও পড়ুন- নাগরিক বঞ্চনা নিয়েই ১০ বছর পর শ্রীমঙ্গল পৌরসভার নির্বাচন

স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এজেন্সী (জাইকা) উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর সহায়তায় কমলগঞ্জ উপজেলা কৃষি ও সেচ বিষয়ক কমিটির বাস্তবায়নে এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজিত হয়েছে। 

আরও পড়ুন- মৌলভীবাজারে ১৩৩ টাকায় ৪০ জনের পুলিশে চাকরি

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিশ্বজিত রায়, লেখক-গবেষক সিরাজ, অধ্যাপক শাহাজান মানিক, প্রনীত রঞ্জন দেবনাথ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জাইকার উপজেলা ফ্যাসিলেটর মুজিবুর রহমান। 

আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ