রাজনগর প্রতিনিধি
নিজের ভোট দিতে পারেননি প্রার্থী, আরেকজন পাননি কোনো ভোট

দামোদর গৌর দাস ও সৈয়দ আজমান আলী
মৌলভীবাজারের রাজনগরে এক মেম্বার প্রার্থী নিজের ভোট দিতে পারেন নি। আরেক প্রার্থী নিজের ভোটটিও পাননি। এমন ঘটনায় এলাকা জুড়ে হাস্যরসের সৃষ্টি হয়েছে। এসব ঘটনা ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড ও মুন্সিবাজার ইউনিয়নের ওয়ার্ডে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়নে গত ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করা হয়। রাজনগর ইউনিয়নের নন্দীউড়া, দাশটিলা ও বাগাজুরা এলাকা নিয়ে গঠিত ২নং ওয়ার্ডে ৬ জন প্রার্থী মেম্বার পদে প্রতিদ্বন্ধিতা করেন।
আরও পড়ুন- চমক দেখালেন উত্তরভাগের দিগেন্দ্র চন্দ্র সরকার!
নির্বাচনে নন্দীউড়া এলাকার দামোদর গৌর দাস (ভ্যানগাড়ি প্রতীক) নিয়ে প্রতিদ্বন্ধিতা করেন। সারাদিন ভোটকেন্দ্রে অবস্থান করলেও দুপুর ২টার দিকে তিনি বাড়িতে গোসল করতে যান। বাড়ি থেকে বিকাল ৪টার ১০ মিনিটে কেন্দ্রে এসে দেখেন কর্মকর্তারা ভোটগ্রহণ বন্ধ করে গণনা শুরু করেছেন। এসময় নিজের ভোট দিতে দায়িত্বরত আনসার সদস্য ও প্রিজাইডিং কর্মকর্তাকে অনেক অনুরোধ করেও কোনো লাভ হয়নি। শেষে ভোট না দিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। যদিও তিনি ৫০ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন। ওই ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আল আমীন।
এ ব্যাপারে জানতে দামোদর গৌর দাসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
আরও পড়ুন- নৌকার দুই প্রার্থী পেলেন ২৬৪ ও ৯১৮ ভোট!
এদিকে মুন্সিবাজার ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার পদে সৈয়দ আজমান আলী (আপেল প্রতীক) সহ ৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। ওই ওয়ার্ডের ভোটগ্রহণ করা হয় সোনাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। ভোটের ফলাফলে দেখা যায় তিনি কোনো ভোট পাননি। এমনকি নিজের ভোটটিও দিয়েছেন অন্য প্রার্থীকে।
কোনো ভোট না পাওয়া সৈয়দ আজমান আলী বলেন, আমার গোষ্ঠীতে যে ভোট আছে তাতে একজন প্রার্থী থাকলে অনায়াসে মেম্বার হয়ে যায়। কিন্তু নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে এখানে ৪ জন প্রার্থী ছিলেন। শেষ মূহুর্তে আমার এক ভাতিজাকে সমর্থন দিয়ে আমি নির্বাচন থেকে সরে যাই।নিজের ভোটটি আমার ভাতিজার পক্ষেই দিয়েছি। যে কারণে আমি কোনো ভোট পাইনি।
আইনিউজ/ফরহাদ হোসেন/এসডিপি
আইনিউজ ভিডিও
শীতের সকালেও ভোট কেন্দ্রে দলে দলে ছুটেছেন নারী-পুরুষেরা
রাজনগর উপজেলার তাহার লামুয়া নতুন ভোট কেন্দ্র, ভোট দিয়ে উচ্ছ্বসিত এলাকাবাসী
নৌকার বিজয় দেখছেন মনসুরনগরের মিলন বখত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা