Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫,   আষাঢ় ২২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৫:০৮, ২৭ জানুয়ারি ২০২২

মৌলভীবাজারে আরও ১৪২ জনের করোনা শনাক্ত

মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় ১৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এসময় সুস্থ হয়ে উঠেছেন ৭ জন করোনা রোগী। এছাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন একজন। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে একথা জানা গেছে। 

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের ৩২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। যাদের মধ্যে ১৪২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ১৪২ জনে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪৪ শতাংশ। 

নতুন শনাক্ত ১৪২ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নমুনা প্রদানকারী ৬৮ জন, শ্রীমঙ্গলে ৩১ জন, কুলাউড়ায় ১৬ জন, সদরে ১৬ জন, কমলগঞ্জে ২ জন, বড়লেখায় ৫ জন, রাজনগরে ১ জন এবং জুড়ীতে ৩ জন রয়েছেন। 

আরও পড়ুন- করোনায় আক্রান্ত পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন

জেলায় ২৪ ঘণ্টায় ৭ জন করোনাকে জয় করেছেন। এ নিয়ে জেলায় মোট ৭ হাজার ৫২৬ জন সুস্থ হলেন।

২৪ ঘণ্টায় হাসপাতালে ১ জন করোনা রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগী রয়েছেন ২১ জনে দাঁড়িয়েছে। করোনা সংক্রমিত হয়ে হাসপাতাল ছাড়াও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৪১৫ জন। 

এছাড়া মৌলভীবাজারে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে ৭২ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে ২৪ জন বাড়িতে এবং ৪৮ জন হাসপাতালে মৃত্যুবরণ করেন। 

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

মানসিক চাপ কমাবেন যেভাবে

চিনির কারণে প্রতিবছর সাড়ে তিন কোটি মানুষের মৃত্যু ঘটে

বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়