মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৯:৪৭, ২৩ এপ্রিল ২০২২
মৌলভীবাজারে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দিলেন ৯২৬৯ জন প্রার্থী
মৌলভীবাজারে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
সারা দেশের মতো মৌলভীবাজার জেলায় অনুষ্ঠিত হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা।
শুক্রবার (২২ এপ্রিল) সকাল ১১ টায় মৌলভীবাজার জেলা সদরে ১৩ টি, শ্রীমঙ্গলে ৫ ও রাজনগরে ১টিসহ মোট ১৯ টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার মৌলভীবাজার জেলায় ১৩ হাজার ৩৭২ জন পরীক্ষার্থী আবদেন করেন। এরমধ্যে ৯ হাজার ২৬৯ জন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এবং পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসকগণ, উপজেলা নির্বাহী অফিসারগণ, সহকারী কমিশনার এবং অতিরিক্ত পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ (ওসি) উপস্থিত ছিলেন। পরীক্ষা কেন্দ্রে শিক্ষা কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া
প্রতিটি পরীক্ষা কেন্দ্র ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। কেন্দ্রগুলোতে পর্যাপ্ত ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চালানো হয়। পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তার স্বার্থে প্রবেশ পথে হ্যান্ড মেটাল ডিটেক্টর ও অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে আর্চওয়ে গেইট স্থাপন করে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়। পরীক্ষা চলাকালীন সময়ে শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত ট্রাফিক পুলিশ নিয়োজিত ছিলো বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।
পরীক্ষা কেন্দ্রেগুলোর সার্বিক নিরাপত্তা তদারকিতে নিয়োজিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ.বি.এম মুজাহিদুল ইসলাম পিপিএম প্রমুখ।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা
সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার


























