Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৭, ১৮ জুলাই ২০২২

শ্রীমঙ্গলে তালা বদ্ধ ঘর থেকে কাতার প্রবাসী গৃহবধূর লাশ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কাতার ফেরত এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। এই ঘটনায় স্বামী পলাতক রয়েছে বলে জানা গেছে। সোমবার (১৮জুলাই) শ্রীমঙ্গল উপজেলাধীন ভুনবীর ইউনিয়নের মাধবপাশা গ্রাম থেকে সকাল ৯টায় আকলিমা বেগম (২৬) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আকলিমা বেগম মাধবপাশা গ্রামের আবুল কাশেমের মেয়ে। তার স্বামী পারভেজ কচুয়া উপজেলার চকরা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। তাদের চার বছরের একটি কন্যাসন্তান রয়েছে। আকলিমা বেগমের চাচাতো ভাই রুবেল মিয়া জানান, আকলিমা ও পারভেজ তারা দুজন সৌদি আরবে চাকরি করতেন। সেখানে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। চার বছর আগে সৌদি আরবে তারা বিয়ে করেন।

তিনি আরও জানান, সৌদি আরব থেকে আকলিমা ও পারভেজ দুজনে দেশে চলে আসেন। কিছুদিন দেশে থাকার পর পারভেজকে বাড়িতে রেখে আকলিমা কাতারে চলে যান। সেখানে ১৮ মাস চাকরি করে গত ১৫ জুলাই দেশে ফিরে আসেন আকলিমা। দেশে আসার পর স্বামী পারভেজের কাছে কাতার থেকে পাঠানো টাকার হিসাব চান আকলিমা। পারভেজ সব টাকা খরচ করে ফেলেছেন বলে আকলিমাকে জানান। এ নিয়ে স্বামী-স্ত্রীর প্রায় প্রতিদিনই ঝগড়া হতো। গতকাল রাতেও তাদের ঝগড়া হয়।

আকলিমার প্রতিবেশী আলমগীর মিয়া জানান, আকলিমার মা সকালে এসে দেখে তাদের ঘরের দরজায় তালা দেওয়া। পরে তালা ভেঙে ঘরে ঢুকে দেখতে পান আকলিমার মরদেহ পড়ে আছে। আকলিমার মায়ের চিৎকার শুনে আমরা তাদের বাড়িতে আসি, পরে পুলিশকে খবর দিই। 

শ্রীমঙ্গল থানার উপ পরিদর্শক (এস আই)  নুরুল ইসলাম বলেন, সকালবেলা আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্বার করেছি। এ নারীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। আমরা ধারনা করছি এটি একটি হত্যাকাণ্ড। ঘটনার পর থেকে আকলিমার স্বামী পারভেজ মিয়া পলাতক রয়েছে। নিহতের লাশ উদ্বার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। পারভেজ মিয়াকে খুজে বের করতে পুলিশ কাজ করছে।

আইনিউজ/এসকেএস 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

বিস্ময় ছোট বালিকা দেয়ালিকা চৌধুরী বলতে পারে ১৯৫ দেশের রাজধানীর নাম | Deyalika | Eye News

আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ‘কার্নিভাল’ 

মৌলভীবাজারে কেমন চলছে রেলওয়ে সেবা, মিলছে কী টিকেট?

লাউয়াছড়ার ভেতর দিয়ে ট্রেন, যেভাবে উপভোগ করে পর্যটকরা

 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়