Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৬, ৮ এপ্রিল ২০২৩

রাজনগরে হত্যা মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার 

পুলিশে আটক গ্রেফতারকৃত আসামিরা। ছবি- আই নিউজ

পুলিশে আটক গ্রেফতারকৃত আসামিরা। ছবি- আই নিউজ

রাজনগরে বিশেষ অভিযানে হত্যা মামলার ২ জন আসামি এবং ওয়ারেন্টভুক্ত ২ আসামিসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে রাজনগর থানা পুলিশ। 

গেল শুক্রবার দিবাগত রাত (৭ এপ্রিল) ১টা ৪৫ মিনিটে দিকে রাজনগর থানার এসআই সুলেমান আহমদ পুলিশ ফোর্সসহ থানা এলাকায় অভিযান করে হত্যা মামলার এজাহারভুক্ত আল আমিনকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর ৫ টা ৪৫ মিনিটে ভূমিউড়া এলাকা থেকে মামলার অন্য আসামি আফসানা বেগমকে গ্রেফতার করা হয়। 

এর আগে গত ৫ এপ্রিল রাত অনুমান সাড়ে সাতটার দিকে গ্রেফতারকৃত আল আমিন, আফসানা বেগমসহ কয়েকজন প্রতিবেশি মো. দুলাল মিয়ার বাড়ীতে প্রবেশ করে বাড়ী ভাংচুর করে। এসময় তারা একপর্যায়ে দুলাল মিয়ার বৃদ্ধ মা আকলিবুন বেগমকে কিল-ঘুষি মারলে তিনি মাটিতে লুটিয়ে। পর তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।  

এছাড়া রাজনগর থানা পুলিশের অপর এক অভিযানে সিআর- ৪২৭/২১(সদর) এর ওয়ারেন্টভুক্ত আসামি মো. আল আমিন এবং সিআর ৬৭/২৪ (রাজ) এর ওয়ারেন্টভুক্ত আসামি রুবেল মিয়াকে থানা এলাকায় অভিযান করে গ্রেফতার করা হয়। 

শনিবার (৮ এপ্রিল) সকালে গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ