Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ জুলাই ২০২৫,   শ্রাবণ ৪ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৯, ২৬ এপ্রিল ২০২৩

মৌলভীবাজারে কৃতি শিক্ষার্থীদের অন্বেষা বৃত্তি ও সংবর্ধনা প্রদান

অন্বেষা মৌলভীবাজারের সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা । ছবি- আই নিউজ

অন্বেষা মৌলভীবাজারের সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা । ছবি- আই নিউজ

মৌলভীবাজার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করেছে শিক্ষা ও সামাজিক সংগঠন ’অন্বেষা মৌলভীবাজার।’

একই সঙ্গে সংগঠনটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীতে অধ্যয়নরত দরিদ্র মেধাবী শিক্ষার্থদেরকে বৃত্তি প্রদান করেছে।

বুধবার (২৬  এপ্রিল) মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে এসব বৃত্তি ও সহায়তা প্রদান করা হয়। 

সংবর্ধনা অনুষ্ঠানে ’অন্বেষা মৌলভীবাজার’- এর সভাপতি মোসাহিদ আহমদ চুন্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। 

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত ১৯৭ জন শিক্ষার্থী এবং এইচএসসি পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত ৩৮ জন শিক্ষার্থীর হাতে তাদের নাম খচিত ক্রেস্ট ও প্রশংসাপত্র প্রদান করা হয় ও ১২ জন দরীদ্র মেধাবী শিক্ষার্থীকে এককালীন বৃত্তি প্রদান করা হয়। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দীন, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিক, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার, এবং ’অন্বেষা মৌলভীবাজার’-এর ইউকে এর সমন্বয়ক মকিস মনসুর।

সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যক্ষ রজত কান্তি গোস্বামীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ’অন্বেষা মৌলভীবাজার’-এর সাধারণ সম্পাদক ঋষিকেশ দাশ পিন্টু, অন্বেষার সহসভাপতি অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান, প্রভাষক হিরন্ময় দেব প্রমুখ।

এ উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের পরিচয় ও ছবি সম্বলিত ’অন্বেষা’ নামে একটি সংকলনও প্রকাশ করা হয় সংবর্ধনা অনুষ্ঠানে।পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ