Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১১ মে ২০২৫,   বৈশাখ ২৮ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১১, ৬ মে ২০২৩

বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ চৌধুরী পাখি আর নেই

বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ চৌধুরী পাখি আর নেই। তিনি আজ শনিবার (৬ মে) সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে মৌলভীবাজার শহরতলীর শমশেরনগর রোডে বর্শিজোড়াস্থ নিজ বাসা কান্তা হোমিও লজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। ত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

মরহুমের প্রথম নামাজে জানাযা আগামীকাল রোববার (৭ মে) সকাল ১১টায় সৈয়ারপুর বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় নামাজে জানাযা বেলা ২টায় তাঁর নিজ বাড়ি কুলাউড়া উপজেলার বরমচাল গ্রামে অনুষ্ঠিত হবে। সেখানে গার্ড অব অনার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।  

বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ চৌধুরী পাখির স্ত্রী বেগম শামসুন্নাহার খান মৌলভীবাজার জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। বড় ছেলে দীপু চৌধুরী শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

আইনিউজ/ইউএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়