Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১২:০৪, ৭ মে ২০২৩

বড়লেখায় নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির দায়ে জরিমানা 

ভ্রাম্যমান আদালতের অভিযানে জব্দ কারেন্ট জাল। ছবি- প্রতিনিধি

ভ্রাম্যমান আদালতের অভিযানে জব্দ কারেন্ট জাল। ছবি- প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখা ঊপোজেলায় সরকার কতৃক নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় বেশ কিছু কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। 

শনিবার (৬ মে) বিকেলে  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইনের নেতৃত্বে উপজেলার চান্দগ্রাম বাজারে এই অভিযান চালানো হয়। এসময় সহযোগিতা করেছেন বড়লেখা থানার এসআই মাহমুদুর রহমান।

অর্থদণ্ড প্রাপ্তরা হলেন, সেলিম মিয়া, বশির আহমেদ ও মোহাম্মদ আলী।  তাদের বাড়ি উপজেলার শংকরপুর এলাকায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার চান্দগ্রাম বাজারে অভিযান চালায় প্রশাসন। এসময় প্রকাশ্যে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির অভিযোগে ব্যবসায়ী সেলিম মিয়া, বশির আহমেদ ও মোহাম্মদ আলীর কাছ থেকে কারেন্ট জাল জব্দ করা হয়। জালগুলোর বাজার মূল্য আনুমানিক ১ লাখ টাকা। 

পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সংশ্লিষ্ট আইনে দুজনকে ৮ হাজার এবং একজনকে ২ হাজার টাকা জরিমানা করেন। পরে জালগুলো সেখানে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়