Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫,   শ্রাবণ ৫ ১৪৩২

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৫, ১১ মে ২০২৩

শ্রীমঙ্গলে অ্যাপসের মাধ্যমে ধান-চাল সংগ্রহ শুরু 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান-২০২৩ শুরু হয়েছে। চলতি মৌসুমে উপজেলায় ৪ হাজার ২০ মেট্রিকটন চাল ও ৮৫০ মেট্রিকটন ধান ক্রয় করবে খাদ্য অধিদফতর।

বুধবার (১০ মে) এলএসডি কার্যালয়ে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেবুল, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আশিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দীপক চন্দ্র মন্ডল প্রমুখ।

চলতি মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে ডিজিটাল পদ্ধতিতে ধান-চাল সংগ্রহ করা হচ্ছে। শ্রীমঙ্গল উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস জানিয়েছে, চলতি মৌসুমে স্থানীয় রুশনি অটো রাইস মিল থেকে  ৪ হাজার ২০ মেট্রিকটন চাল এবং সরাসরি কৃষকদের কাছ থেকে  ৮৫০ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে।

এবারই প্রথম কৃষকরা কোন ঝামেলা ছাড়াই কেবল অ্যাপসের মাধ্যমে ফসল বিক্রি করার সুযোগ পাচ্ছেন। এজন্য গুদাম এলাকায় একটি সেবা কর্ণার চালু করা হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ