Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৫৯, ১৭ মে ২০২৩
আপডেট: ০০:৪০, ১৮ মে ২০২৩

মৌলভীবাজারে শ্রেষ্ঠ শিক্ষক রোকসানা আক্তার ও স্কুল দি ফ্লাওয়ার্স কে জি এন্ড হাইস্কুল

মৌলভীবাজারের দি ফ্লাওয়ার্স কে জি এন্ড হাইস্কুলের শিক্ষক রোকসানা আক্তার জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ মাধ্যমিক বিদ্যালয় শাখায় মৌলভীবাজার সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। একইসাথে শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয় হয়েছে দি ফ্লাওয়ার্স কে জি এন্ড হাইস্কুল।

শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য উপজেলা পর্যায়ে বুধবার (১৭ মে) জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি তাঁকে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করে। একইসাথে দি ফ্লাওয়ার্স কে জি এন্ড হাইস্কুল শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। মোট ১৪ টি ইভেন্টে মৌলভীবাজার সদর উপজেলায় শ্রেষ্ঠ হয়েছে দি ফ্লাওয়ার্স কে জি এন্ড হাইস্কুল।

হাতির আক্রমণে মানুষের মৃত্যু রোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞ

উল্লেখ্য, দি ফ্লাওয়ার্স কে জি এন্ড হাইস্কুল জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২-এ সিলেট বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (মাধ্যমিক) হিসেবে বিজয়ী হয়েছিল এবং রোকসানা আক্তার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে মনোনীত হয়েছিলেন।

রোকসানা আক্তার ডিজিটাল শিক্ষায় বিশেষ অবদানের জন্য চলতি বছর ইউএনডিপি ও দি ডেইলি স্টার কর্তৃক 'নির্ভয়া' এওয়ার্ড অর্জন করেন। তিনি আইসিটি ফর এডুকেশন ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর হিসেবে শিক্ষক বাতায়নে প্রায় ৫০০টি কনটেন্ট আপলোড করেছেন।

আইনিউজ/ইউএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ