Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৮, ২২ মে ২০২৩
আপডেট: ১৬:০৯, ২২ মে ২০২৩

মৌলভীবাজারে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

স্মার্ট ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন সংসদ সদস্য নেছার আহমদ। ছবি- আই নিউজ

স্মার্ট ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন সংসদ সদস্য নেছার আহমদ। ছবি- আই নিউজ

মৌলভীবাজারে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে সোমবার (২২ মে) সকাল ১১টায় শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। পরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে স্মার্ট ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। 

পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেছেন সংসদ সদস্য নেছার আহমদ, সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক ড. উর্ম বিনতে সালাম, পৌর মেয়র ফজলুর রহমান প্রমুখ।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হক, সদর উপজেলা নির্বাহি অফিসার মো. শরীফ উদ্দিন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন প্রমুখ। বক্তব্য রাখেন বিটিভির জেলা প্রতিনিধি ও আই নিউজের সম্পাদক হাসানাত কামাল।  এছাড়াও বিভিন্ন পর্যায়ের উপকারভোগীগণ বক্তব্য রাখেন।

ভূমি সেবা সপ্তাহ চলবে ২৮ মে পর্যন্ত। এ উপলক্ষে ডিসি অফিস, উপজেলা ও ইউনিয়র ভূমি অফিসে বিশেষ বুথ খুলে ই-নামজারি, পর্চা, ভূমিকর ইত্যাদি সেবা দেওয়া হচ্ছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ