Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩১, ২২ মে ২০২৩
আপডেট: ১৯:১১, ২২ মে ২০২৩

রাজনগরে প্রবীণদের সাথে অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমানের মতবিনিময়

মতবিনিময় সভায় ড. কাজী খলিকুজ্জমান। ছবি- আই নিউজ

মতবিনিময় সভায় ড. কাজী খলিকুজ্জমান। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের রাজনগরে প্রবীণদের সাথে মতবিনিময় করেছেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর চেয়ারম্যান, স্বাধীনতা পুরষ্কার ও একুশে পদকপ্রাপ্ত দেশের খ্যাতিমান অর্থনীতিবিদ ও পরিবেশকর্মী ড. কাজী খলীকুজ্জমান আহমদ। 

সোমবার (২২ মে) সকাল ১১টায় বেসরকারী সংস্থা টিএমএসএস সমৃদ্ধি কর্মসূচীর আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তিনি। এসময় তিনি প্রবীণদের খোঁজখবর নেন এবং প্রবীণদের নিয়ে পিকেএসএফ এর বিভিন্ন কর্মসূচীর তথ্য তুলে ধরেন।

টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক মো. সোহরাব আলী খানের সভাপতিত্বে ও টিএমএসএস এর পরিচালক রেজাউল করিমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন পিকেএসএফ এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. জসীম উদ্দিন, ফতেপুর ইউপি চেয়ারম্যান নকুল চন্দ্র দাশ, উত্তরভাগ ইউপি চেয়ারম্যান দিগেন্দ্র চন্দ্র সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সজল চক্রবর্তী, প্রবীণদের মধ্যে বক্তব্য রাখেন সোনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, মুক্তিযোদ্ধা পরিমল দাশ, হরমুজ খান, আব্দুল খালিক, নিবারুন বেগম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমৃদ্ধি কর্মসূচীর প্রবীণ উপকারভোগীরা। 

এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ড. জাহেদা আহমদ, টিএমএসএস এর কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ইউপি সদস্য, গণমাধ্যমকর্মীসহ সমৃদ্ধি কর্মসূচীর বিভিন্ন পর্যায়ের উপকারভোগীরা।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ