Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩২, ২৬ মে ২০২৩
আপডেট: ১৪:৪৩, ২৯ মে ২০২৩

মৌলভীবাজারে বোরো ধান ক্রয় সংগ্রহ উদ্বোধন

মৌলভীবাজারে বোরো ধান ক্রয় সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক উমি বিনতে সালাম। উপজেলা নির্বাহী অফিসার শরীফ উদ্দিনের সভাপতিত্বে স্থানীয় কৃষক সালেহ এলাহি কুটির ধান ক্রয় করে জেলা প্রশাসক ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পুরণের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, জেলা খাদ্য কর্মকর্তা জ্যোতি বিকাশ চাকমা, এডিএম শাহীনা আক্তার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা বিনয় কুমার দে প্রমুখ।  উপজেলা খাদ্য কর্মকর্তা জানান, মৌলভীবাজারে এবার সরকারিভাবে ৭৮৯ মেট্রিক টন বোরো ধান এবং ৯৮ মেট্রিক টন চাল ক্রয় করা হবে।

প্রতি কেজি ধান ৩০ টাকা এবং চাল ৪৪ টাকা দর নির্ধারণ করা হয়েছে। একজন কৃষকের কাছ থেকে সর্বোচ্চ তিন মেট্রিকটন ধান ক্রয় করা হবে। আগামী ৩১ আগস্ট অবধি ধান সংগ্রহ করা হবে বলে জানান উপজেলা খাদ্য কর্মকর্তা।

আই নিউজ/ইউএ

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়