Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১১ মে ২০২৫,   বৈশাখ ২৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৮, ২৬ মে ২০২৩

শ্রীমঙ্গলে ভূনবীর-ধোবারহাট পাকা রাস্তা পুনর্বাসন কাজের উদ্বোধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এলজিইডির বাস্তবায়নে সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ ভূনবীর-ধোবারহাট পাকা রাস্তা পুনর্বাসন শেষে বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে উদ্বোধন করেছেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী অফিসার আলী রাজী মাহমুদ মিঠুনসহ এলজিইডি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ বলেন, এ রাস্তাটি সংস্কারের ফলে শ্রীমঙ্গল উপজেলা শহর ও ঢাকা-সিলেট মহাসড়কের সাথে স্থানীয় মির্জাপুর, শমসেরগঞ্জ বাজারসহ আশেপাশের কয়েকটি ইউনিয়নের মানুষের উন্নত ও দ্রুততম যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হয়েছে। ফলে এই এলাকার ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীদের লেখাপড়ায় নতুন উদ্যম ও গতি তৈরি হবে। এভাবেই সারাদেশের উন্নত সড়ক নেটওয়ার্ক তৈরি করেছে আওয়ামী লীগ সরকার।

আইনিউজ/ইউএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়