Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১২:৫৮, ২৯ আগস্ট ২০২৩
আপডেট: ১৩:০০, ২৯ আগস্ট ২০২৩

মৌলভীবাজারে শুরু হচ্ছে বয়সভিত্তিক জেলা ক্রিকেট দলের বাছাই

মৌলভীবাজার জেলায় ছেলেদের বয়সভিত্তিক ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর অনুর্ধ্ব-১৪, ১৬ এবং ১৮ এর বাছাই শুরু হচ্ছে সেপ্টেম্বরের দুই তারিখ থেকে। জেলা ক্রীড়া সংস্থার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়- আগামী ২ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে অনুর্ধ্ব-১৪ এবং ১৬ এর প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। এরপর ৩ সেপ্টেম্বর একই ভেন্যুতে অনুর্ধ্ব-১৮ এর প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হবে। 

বাছাই পর্বে অংশ নিতে যা যা করনীয়:
বয়সভিত্তিক বাছাই পর্বে অংশ নেয়ার জন্য ক্রিকেটারদের জন্য কিছু নিয়ম রেখেছে জেলা ক্রীড়া সংস্থা। এগুলো হলো-

  • সদ্যতোলা পাসপোর্ট/স্ট্যাম্প সাইজের দুই কপি ছবি সংযুক্ত করতে হবে। তাছাড়া, পিএসসি, জেসএসসি, এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, মার্কশীট, এডমিট কার্ড এর মূলকপি প্রদর্শন ও ফটোকপি জমা দিতে হবে,
  • অনলাইন জন্ম নিবন্ধনের মূল কপি প্রদর্শন ও ফটোকপি জমা দিতে হবে,
  • টি-শার্ট/ট্রাউজার এবং কেডস পরে আসতে হবে।

মৌলভীবাজারে পুলিশ সুপারের জরুরি সতর্কবার্তা

রাজনগরে শোক দিবস উপলক্ষে আলোচনা ও গণভোজ 

বয়সভিত্তিক ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর অনুর্ধ্ব-১৪, ১৬ এবং ১৮ এর বাছাইপর্বে অংশগ্রহণ করার জন্য জেলার সকল ক্রিকেটারদের আহ্বান জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান। 

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়