নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
মৌলভীবাজারে চারটি আসনে নৌকা পেলেন তারা
মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনে নৌকা মনোনীত এমপি প্রার্থী। ছবি- আই নিউজ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুই আসন বাকি রেখে ২৯৮ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। এতে মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে। মৌলভীবাজারের দুইটি আসনে এবার পরিবর্তন এনে প্রার্থী ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।
রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় মনোনীত প্রার্থীর নাম ঘোষণা অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঘোষণা অনুষ্ঠানে মৌলভীবাজার-১ আসনে বর্তমান সাংসদ মো. শাহাবুদ্দিন, মৌলভীবাজার-২ আসনে শফিউল আলম চৌধুরী নাদেল, মৌলভীবাজার-৩ আসনে জিল্লুর রহমান এবং মৌলভীবাজার-৪ আসনে সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদের নাম ঘোষণা করা হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী ড. দীপু মণি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক হানিফসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা।
দুই আসনে প্রার্থী ঘোষণা করেনি আওয়ামী লীগ
তবে কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। দুই একদিনের মধ্যে এই দুই আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানান ওবায়দুল কাদের।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























