নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৯:২৭, ৭ ডিসেম্বর ২০২৩
নির্বাচন কমিশনে আপিল করেছেন সিআইপি, সিদ্ধান্তের অপেক্ষা

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী এম এ রহিম সিআইপি। ছবি- আই নিউজ
মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন এম এ রহিম সিআইপি। এখন তিনি আপিলের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। এ ব্যাপারে তিনি জোর আশাবাদী।
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ রহিম সিআইপি'র মনোনয়ন বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে গত সোমবার (৪ ডিসেম্বর) এ ঘোষণা দেন তিনি।
স্বতন্ত্রপ্রার্থী হিসেবে এম এ রহিমের মনোনয়নপত্রের সাথে দেওয়া এক শতাংশ ভোটারের সমর্থক স্বাক্ষরে ঘাটতি থাকায় প্রার্থীতা বাতিল করা হয়।
এ ব্যাপারে এম এ রহিম সিআইপি আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) আই নিউজকে বলেন- ‘আমি মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেছি। আমি খুবই আশাবাদী এবং নিশ্চিত আমার মনোনয়ন ফিরিয়ে দেওয়া হবে। কারণ, ছোট্ট অজুহাতে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা এটা কনসিডার করতে পারতেন।’
আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা আপিল করতে পারবেন। আর ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। সেখানে আপলি বাতিল বা গ্রহণ হলে সংক্ষুব্ধরা উচ্চ আদালতে যেতে পারবেন। এদিকে জানা গেছে- গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করতে স্বতন্ত্রপ্রার্থীদের ছাড় দিতে পজিটিভ সংশ্লিষ্টরা।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার