Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২০:০০, ৩০ ডিসেম্বর ২০২৩

কমলগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

২৫ পিস ইয়াবাসহ পুলিশের হাতে আটক সোয়েব মিয়া (৩০)। ছবি- আই নিউজ

২৫ পিস ইয়াবাসহ পুলিশের হাতে আটক সোয়েব মিয়া (৩০)। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ১০টায় ২৫পিছ ইয়াবা ট্যাবলেটসহ ইউনিয়নের পীরের বাজার রোড থেকে সোয়েব মিয়া (৩০) নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। আটক সোয়েব মিয়া শমশেরনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামের আবুল কাশেম ছেলে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) শামিম আকনজি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার রাতেই মাদক নিয়ন্ত্রণ আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।

এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সোয়েবকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে নিল রঙের পলিথিন মোড়ানো ২৫ পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। সোয়েব মিয়া দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে বলেও জানায় পুলিশ।

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে আটক মাদক ব্যবসায়ীকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আই নিউজ/এইচএ

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়