নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
মৌলভীবাজারে বছরের প্রথম দিন প্রায় ১৩ লাখ নতুন বই বিতরণ

নতুন বই পেয়ে আনন্দিত কিছু শিক্ষার্থী। ছবি- আই নিউজ
মৌলভীবাজার জেলায় নতুন বছর ২০২৪ সালের প্রথম দিনে জেলার ২ লাখ ৯৭ হাজার শিক্ষার্থীর হাতে প্রায় ১৩ লাখ পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। বই উৎসব ২০২৪ এর উদযাপনের মধ্য দিয়ে এসব নতুন বই তোলে দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের হাতে।
আজ সোমবার (১ জানুয়ারি) মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আলী আমজাদ বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ে বই উৎসব ২০২৪ উদযাপন করা হয়।
স্থানীয় শিক্ষা বিভাগ জানিয়েছে, এবছর মৌলভীবাজার জেলায় প্রাথমিকে মোট ২ লাখ ৯৭ হাজার ৯৭৩ জন শিক্ষার্থীর মধ্যে ১২ লাখ ৯৯ হাজার ৩৬ টি বই বিতরণ করা হয়েছে। এছাড়া মাধ্যমিকে ২ লাখ ৭৫ হাজার ১৭৯ জন শিক্ষার্থীর জন্য ২৯ লাখ ৫৩ হাজার ৩৭৫ বইয়ের চাহিদা রয়েছে। আজ ৭০ শতাংশ বই দেওয়া হয়েছে। বাকি বই ক্রমান্বয়ে সব শিক্ষার্থীদের হাতে তোলে দেওয়া হবে।
আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব ২০২৪ এর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. খোরশেদ আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই তোলে দেন জেলা প্রশাসক ড. ঊর্মি বিনতে সালাম।
উল্লেখ্য, ২০২৪ সালের প্রথম দিন (১ জানুয়ারি) দেশের প্রায় ৪ কোটি শিক্ষার্থীদের হাতে নতুন বই (পাঠ্যপুস্তক) তোলে দিচ্ছে বাংলাদেশ সরকার। এই বই বিতরণের আওতায় রয়েছে প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসাসহ বিভিন্ন স্তর।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিব) সূত্রে জানা গেছে, ২০২৪ শিক্ষাবর্ষে ৩ কোটি ৮১ লাখ ২৮ হাজার ৩২৪ জন শিক্ষার্থীর জন্য ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭ কপি বই ছাপানো হয়েছে। আর এর জন্য ব্যয় ধরা হয়েছে ১৪০০ কোটি টাকা।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি