Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৬ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৫:২৮, ১৫ মে ২০২৪
আপডেট: ১৫:৩২, ১৫ মে ২০২৪

জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪

সিলেট বিভাগে শ্রেষ্ঠ মাধ্যমিক স্কুল নির্বাচিত আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে সিলেট বিভাগের মধ্যে শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে মৌলভীবাজারের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। 

বিদ্যালয়ের ফলাফল, সহপাঠক্রম, শিক্ষকদের যোগ্যতার মান, ভৌত অবকাঠামো, শিক্ষার পরিবেশ, ক্লাব কার্যক্রম, আর্থিক ও প্রশাসনিক শৃঙ্খলা ইত্যাদি মোট ১৬টি মানদণ্ডে ল্র বিবেচনা করে শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত করা হয়।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর চূড়ান্ত বিজয়ীদের প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে, উপজেলা ও জেলার পর এবার বিভাগীয় পর্যায়ের পর শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হওয়ায় আনন্দিত আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট কতৃপক্ষ। 

মৌলভীবাজার জেলায় শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। নানা ধরনের জাতীয়, আঞ্চলিক, বিভাগীয় প্রতিযোগিতায় স্বনামের সাথে কৃতিত্বের স্বাক্ষর রাখছেন এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিজ্ঞান ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞানমুখী চর্চার ক্ষেত্রেও এ প্রতিষ্ঠানের আছে সুপরিকল্পিত কার্যক্রম।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়