Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৫ জানুয়ারি ২০২৬,   মাঘ ১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৯, ১৪ জানুয়ারি ২০২৬

সংসদ নির্বাচন সামনে রেখে সীমান্তে  হাইটেক নজরদারি বিজিবির

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বুধবার (১৪ জানুয়ারি) শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর উদ্যোগে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বি এম তৌহিদ হাসান, এএফডব্লিউসি, পিএসসি। তিনি বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মাদকবিরোধী অভিযান ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, উত্তর-পূর্ব সীমান্ত অঞ্চলে দায়িত্ব পালনকারী বিজিবি ইউনিটসমূহ গত ১ নভেম্বর ২০২৫ থেকে চলতি জানুয়ারি পর্যন্ত চোরাচালানবিরোধী অভিযানে ৭২ জন আসামিকে আটক করেছে। এ সময় প্রায় ১৬৪ কোটি ১৯ লাখ টাকার চোরাচালানি মালামাল এবং প্রায় ৫ কোটি ৪৭ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পাশাপাশি উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল, আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন, গুলিসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম।

কর্নেল তৌহিদ হাসান আরও জানান, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সিলেট, কুমিল্লা, শ্রীমঙ্গল ও ময়মনসিংহ সেক্টরের অধীন ১৩টি ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা ১৭ জেলার ৫৬ উপজেলার ৯২টি সংসদীয় আসনে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন। এ লক্ষ্যে বাড়ানো হয়েছে টহল তৎপরতা, গোয়েন্দা নজরদারি এবং গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন।

তিনি বলেন, নির্বাচনী সময় যে কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করছে বিজিবি। একই সঙ্গে ড্রোন ও বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করে নজরদারি আরও জোরদার করা হবে।

প্রেস ব্রিফিংয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মৌলভীবাজার জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইএন/এসএইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়