Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৭ জানুয়ারি ২০২৬,   মাঘ ৩ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২৬, ১৬ জানুয়ারি ২০২৬

শ্রীমঙ্গল রামকৃষ্ণ সেবাশ্রমের নতুন পরিচালনা কমিটি গঠন

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

শ্রীশ্রী রামকৃষ্ণ দেবের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানবসেবা, আধ্যাত্মিক চর্চা ও সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রামকৃষ্ণ সেবাশ্রমের বার্ষিক সাধারণ সভা ও নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে উৎসবমুখর ও ভাবগম্ভীর পরিবেশে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভাটির প্রথম অধিবেশনে সেবাশ্রমের সাবেক সভাপতি দীপক ধর পুরকায়স্থের সভাপতিত্বে সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন রঞ্জিত রায় রন এবং আয়-ব্যয়ের হিসাব পেশ করেন পিযুষ দাশ। বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে উত্থাপিত প্রতিবেদন ও হিসাব অনুমোদন করা হয়।

দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি অজয় কুমার দেবের সভাপতিত্বে বক্তব্য রাখেন সুনীল বৈদ্য শচী, দেবব্রত দত্ত হাবুল, সজল ঘোষ মনা, সঞ্জয় রায় রাজু, অজিত বৈদ্য, বিশ্বনাথ চৌধুরী ছোটনসহ আরও অনেকে।

বক্তারা শ্রীমঙ্গল রামকৃষ্ণ সেবাশ্রমের মানবিক, ধর্মীয় ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এসব কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সভায় সর্বসম্মতিক্রমে ডা. নিবাস চন্দ্র পালকে সভাপতি, নির্মলেন্দু ভট্টাচার্যকে সাধারণ সম্পাদক এবং হীরালাল কর্মকারকে অর্থ সম্পাদক করে তিন সদস্যবিশিষ্ট নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়। একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে রামকৃষ্ণ সেবাশ্রম পরিচালনা পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

ইএন/এসএইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়