Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬,   মাঘ ১৩ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:১২, ২৬ জানুয়ারি ২০২৬

মৌলভীবাজারে পরিত্যক্ত অবস্থায় ৯টি এয়ারগান উদ্ধার

মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকের বস্তায় মোড়ানো ৯টি এয়ারগান উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব-৯ সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে গত ২৫ জানুয়ারি (রোববার) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কাটাবিল বস্তি রোডসংলগ্ন একটি কলাবাগানের আশপাশে এয়ারগান লুকানো থাকতে পারে। খবর পেয়ে রাত সোয়া ১০টার দিকে র‍্যাবের দলটি ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে কলাবাগানের ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি এয়ারগান উদ্ধার করে।

এছাড়া একই দিনে পৃথক আরেকটি অভিযানে রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে মৌলভীবাজার সদর থানার আপার কাগাবলা ইউনিয়নের গোপলা নদীর পশ্চিম পাশের ঝোপ থেকে একটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো পরিত্যক্ত অবস্থায় আরও ৪টি এয়ারগান উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত এয়ারগানগুলোর সঙ্গে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ বিষয়ে র‍্যাব-৯-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া এয়ারগানগুলো নাশকতামূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হতে পারে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত এয়ারগানগুলো জিডি মূলে মৌলভীবাজার জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইএন/এসএইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়